ইএসই বিভাগের নবীন বরণ ও ল্যাবের উদ্ধোধন


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেনটাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সোমবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় বিভাগের শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড. আশরাফ আলী সিদ্দিকীর সভাপতিত্বে অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এসময় ফুল দিয়ে নবীনদের বরণ করে নেয়া হয়। পরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবির , এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রকিবুল হাসান, প্রভাষক নকিবুল হাসান খান, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান তুহিনুর রহমান (তুহিন অবন্ত), শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সুজন আলী সহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।

উপাচার্য তার ভাষণে শিক্ষার্থীদের উন্নত শিক্ষার পরিবেশ তৈরি করতে বিভাগের বিভিন্ন সঙ্কট সমাধানের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি দ্রুত শিক্ষক নিয়োগের মাধ্যমে তিনি খুব শীঘ্রই বিভাগের শিক্ষক সঙ্কট সমাধানের বিষয়ে পদক্ষেপ নিবেন বলে আশ্বাস প্রদান করেন। ড. আশরাফ আলী সিদ্দিকী তার বক্তব্যে শিক্ষার্থীদের মেধা, গবেষণা দিয়ে বর্তমান বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দেশের উন্নয়নে অবদান রাখার আহবান জানান। আলোচনা সভা শেষে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিভাগের জিআইএস (GIS) ল্যাবের উদ্বোধন করেন। বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সাসৈ/ভোখ/১৮/জাককানইবি