জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধ ২০১৮ - বিস্তারিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ২১তম পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের প্রথম সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। ময়মনসিংহ শহর হতে প্রায় ২২ কিলোমিটার দূরে, ত্রিশাল উপজেলা সদর হতে ৩ কিলোমিটার দূরে নামাপাড়া-বটতলায় অবস্থিত। ঢাকা হতে এর দূরত্ব ১০০ কিলোমিটার। এর বর্তমান আয়তন ৫৬ একর (অধিগ্রহণ সহ)।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তার স্মরণে কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজরিত বটতলা ঘেঁষে গ্রাম-বাংলার মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। কবি নজরুল ছোট বেলায় এই বটগাছের নিচে বসে বাঁশি বাজাতেন। কবি ত্রিশালের দরিরামপুর হাই স্কুলে পড়াশুনা করতেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অদূরেই নজরুল স্মৃতি জাদুঘর অবস্থিত।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৪টি অনুষদের অধীনে ১৯টি বিভাগের অধীনে পাঠদান করা হয়।
জাককানইবিতে সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সাবজেক্ট, আসন সংখ্যা এবং শর্তাবলিঃ
=================

আবেদন ওয়েবসাইট লিংকঃ Click Here
সার্কুলার PDF লিংকঃ Click Here

ভর্তি পরীক্ষাঃ সেশন ২০১৮-১৯
********************************************
✔ইউনিট ভিত্তিক সাবজেক্ট, আসন সংখ্যা এবং শর্তাবলিঃ
----------------------------------------------------------------------------
AL ইউনিট ও আসনঃ
----
✔সাবজেক্টঃ
১. বাংলা ৫৫ টি
২. ইংরেজী ৫০টি।

✔নৈর্ব্যক্তিকঃ বাংলা - ৪৫টি, ইংরেজীঃ ৪৫টি, সাধারণ জ্ঞানঃ ১০টি।

✔শর্তাবলিঃ
১. সাইন্সের শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতাঃ এস.এস.সি ও এইচ.এস.সি তে কমপক্ষেঃ ৩.৫০ সহ টোটাল ৮.০০ থাকতে হবে।
২.কমার্স ও আর্টসের শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতাঃ
এসএসসি ও এইচএসসি তে কমপক্ষে ৩.৫০সহ টোটাল  ৭.৫০ থাকতে হবে।

✔ইংরেজীতে ভর্তির ক্ষেত্রেঃ
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষাতেই ইংরেজীতে ৪.০০ থাকতে হবে।
ভর্তি পরীক্ষায় ইংরেজীতে কমপক্ষে ১৮ মার্কস পেতে হবে। নৈর্ব্যক্তিক পরীক্ষার পর লিখিত পরীক্ষায় পাশ করতে হবে।
************************************************
 ✅AP ইউনিটঃ
---
✔সাবজেক্ট ও আসনসংখ্যাঃ
১. চারুকলা ৪০টি
২.নাট্যকলা ৩০ টি
৩. মিউজিক ৫৫ টি
৪. ফিল্ম এন্ড মিডিয়া ২৫ টি।

✔নৈর্ব্যক্তিকঃ
বাংলা ২০, ইংরেজী ২০, বিষয়ভিত্তিক ১৫*৪=৬০।

✔শর্তাবলিঃ
কমার্স ও আর্টসের স্টুডেন্টদের এসএসসি ও এইচএসসি তে কমপক্ষে ৩.৫০সহ টোটাল ৭.০০ থাকতে হবে।
সাইন্সের স্টুডেন্টদের ৩.৫০ সহ টোটাল ৭.৫০ থাকতে হবে।
নৈর্ব্যক্তিকের পর ব্যবহারিক পরীক্ষায় পাশ করতে হবে হবে।
***********************************************
✅B ইউনিটঃ
------
✔সাবজেক্টসমূহঃ
১. কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ৪০টি
২. ইলেকট্রিক্যাল ও ইলেকটনিক্স ইঞ্জিনিয়ারিং ৪০টি
৩. এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ৪০টি।

✔নৈর্ব্যক্তিকঃ
আবশ্যিকঃ ইংরেজী ২০টি, পদার্থ ৪০ টি, গণিত ৪০ টি।

✔শর্তাবলিঃ
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি তে কমপক্ষে ৩.৫০ সহ টোটাল ৭.৫০ থাকতে হবে।
************************************************
✅C ইউনিট
-----------
✔সাবজেক্ট ও আসন সংখ্যাঃ
১. ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৫০টি।
২. একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ৫০টি।
৩. হিউমান রিসোর্স ম্যানেজমেন্ট ৫০টি।

✔নৈর্ব্যক্তিকঃ
আবশ্যিকঃ বাংলা ১০টি, ইংরেজী ২৫টি, ম্যাথ ১৫টি।
ঐচ্ছিকঃ
কমার্সের স্টুডেন্টদের জন্যঃ হিসাব বিজ্ঞান ২৫টি, ব্যবসায় নীতি ও প্রয়োগ ২৫টি।
সাইন্স ও আর্টসের স্টুডেন্টদের জন্যঃ সাধারণ জ্ঞান ৫০টি।

✔শর্তাবলিঃ
উভয় পরীক্ষাতেই ৩.৫০ সহ সাইন্সের স্টুডেন্টদের টোটাল ৭.৫০।
এবং কমার্স, আর্টসের স্টুডেন্টদের টোটাল ৭.০০ থাকতে হবে।
ভর্তি পরীক্ষায় ইংরেজীতে ২৫ এর মধ্যে কমপক্ষে ৮ পেতে হবে।
***********************************************
D ইউনিট
------
✔সাবজেক্ট ও আসন সংখ্যাঃ
১. আইন ৫৫ টি
২. ইকোনমিক্স ৫৫ টি
৩. পাবলিক এডমিনিস্ট্রেশন ৫৫ টি
৪. ফোকলোর ৫৫ টি
৫. নৃবিজ্ঞান ৫৫ টি
৬. পপুলেশন সাইন্স ৫৫ টি
৭. স্থানীয় সরকার ও নগর উন্নয়ন ৫৫ টি।

✔নৈর্ব্যক্তিকঃ বাংলা ২০, ইংরেজী ৩০, সাধারণ জ্ঞান ৩০, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতাঃ ২০।

✔শর্তাবলিঃ
সাইন্সের স্টুডেন্টদের উভয় পরীক্ষাতে ৩.৫০ সহ টোটাল ৮.০০ থাকতে হবে।
কমার্সের স্টুডেন্টদের উভয় পরীক্ষাতে ৩.৭৫ সহ টোটাল ৮.০০ থাকতে হবে।
আর্টসের স্টুডেন্টদের উভয় পরীক্ষাতে ৩.৫০ সহ টোটাল ৭.৫০ থাকতে হবে।
ভর্তি পরীক্ষায় ইংরেজীতে অবশ্যই ৩০ এর মধ্যে ১২ পেতে হবে।
*********************************************
✔জিপিএঃ ৩০ মার্কস। এসএসসি ১২, এইচএসসি ১৮। (সকল ইউনিটে)
------------------------------------------------------------
ফরমের মূল্যঃ
AP 650/-
AL 650/-
B  600/-
C  600/-
D  600/-
*********************************************
✔অনলাইনে বা এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে ৩১শে অক্টোবর রাত ১২ টা পর্যন্ত।
**********************************************
পরীক্ষার তারিখঃ
AL- 11-11-18
AP- 12-11-18
B-   13-11-18
C-  14-11-18
D-  15-11-18
*********************************************
এডমিট কার্ড ডাউনলোডঃ
 ৩ থেকে ১০ নভেম্বরের মধ্যে।

Tags: JKKNIU Admission Test 2018 Information | Notice