How to Write Your Topic on ESE Blog

ESE Department নিয়ে চালু হল নতুন ব্লগ সাইট।
.
এখানে ESE Department নিয়ে যাবতীয় নিউজ বা আর্টিকেল প্রকাশ করা যাবে।

চাইলে যেকেউ এই সাইটে লেখালেখি করতে পারবে।

আমাদের ডিপার্টমেন্ট নিয়ে যেকোনো কিছু আর্টিকেল, ওয়েবকন্টেট এর মত যেকোনো কিছু লেখালেখি করতে পারবেন।

লেখালেখি করতে চাইলে যেকোনো টপিক ইমেইল করতে হবে এই ঠিকানায়ঃ


ইমেইল পাঠানোর সময় Email Subject দিবেন পোস্টের টপিকের নাম।
যেমনঃ 
ESE Department এর Intra Sports Tournament উদ্বোধন হল

তারপর Compose Email এ পোস্টের বিস্তারিত লিখবেন। যেমনঃ 
Intra Sports Tournament উদ্বোধন করেছেন ডিপার্টমেন্ট চেয়ারম্যান মহোদয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন....

[★ ইমেইলের সাথে Photo Attachment করে পাঠালে সাইটে ছবি সহ তা পোস্ট হবে]

ইমেইল পাঠালে স্বয়ংক্রিয়ভাবে তা সাইটে পোস্ট হয়ে যাবে।
পোস্ট শেষে শেয়ার করুন Social Media তে।

এই সাইট খোলার উদ্দেশ্য একটাই আমাদের ডিপার্টমেন্ট এর বিভিন্ন কর্মকান্ড ইন্টারনেটে ফোকাস করা। যদি সবার সহযোগীতা থাকে তাহলেই তা সম্ভব।