অনুষ্ঠিত হল জাককানইবির ইএসই ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত সেমিনার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত এক সেমিনার মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ জালাল উদ্দিন, ট্রেজারার, জাককানইবি এবং মিঃ শফিকুল ইসলাম, সেক্রেটারি, শিক্ষক সমিতি, জাককানইবি। এছাড়াও ইএসই ডিপার্টমেন্টের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

চেয়ারপার্সন হিসেবে ছিলেন ইএসই ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান ডঃ আশরাফ আলী সিদ্দিকী। 

তিনি উক্ত সেমিনারের টপিক "Hydrogeochemical and Isotopic Signatures for the identification Seawater intrusion in the paleobeach aquifer of Cox's Bazar City and It's surrounding area, South-East Bangladesh" নিয়ে সবার সামনে বিস্তারিত আলোচনা করেন। 

তারপর আমন্ত্রিত অতিথিবৃন্দ সেমিনারের উক্ত বিষয় সম্পর্কে মূল্যবান মতামত প্রদান করেন। 

পরিশেষে, সকল শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়।