মালয়েশিয়ার কেলান্টান বিশ্ববিদ্যালয় IUGM ইভেন্টে ইএসইয়ানদের পোস্টার প্রেজেন্টেশন!
November 13, 2021
Universiti Malaysia Kelantan কর্তৃক আয়োজিত International Undergraduate Geological Mapping Symposium Program 2021 -এ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অংশগ্রহণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. আশরাফ আলী সিদ্দিকী স্যারের নেতৃত্বে সাঈদা ইসলাম সেঁজুতি, ইফফাত জাহান, রিফাত আরা শুচি উক্ত প্রোগ্রামটিতে অংশগ্রহণ করে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫০ টি টিম এই প্রোগ্রামে অংশগ্রহন করে।
পোস্টার প্রেজেন্টেশন টপিক ছিলঃ Evolution of Landscape Formation of St. Martin Island, Southernmost Part of Bangladesh: An Overview
উক্ত পোস্টার প্রেজেন্টেশন এ সেন্টমার্টিন এর - Stratigraphy, Geomorphology, Structural Geology, Hydrology, Biodiversity ইত্যাদি বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়। প্রেজেন্টেশনটি নির্বাচক ও দর্শকদের কাছে খুবই প্রশংসিত ও গ্রহণযোগ্যতা লাভ করে।